Submitted by WBRi on Tue, 11/22/2011 - 22:05.
"Aaloye Aandhaar" is a Bengali short story by Sukdeb Chatterjee of Rahara
in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine
section. You can send your creative writing to submissions@washingtonbanglaradio.com for consideration towards publication.
আলোয় আঁধার
শুকদেব চট্টোপাধ্যায়, রহড়া
রাস্তার ধারে উত্তর পল্লীর এই পাকর্টা এলাকার বৃদ্ধদের জন্য সংরক্ষিত।
অন্যরা সচরাচর এখানে ঢোকে না, অন্ততঃ বৃদ্ধরা যতক্ষণ থাকেন। দু একটা
স্থানীয় ক্লাব উদ্যোগ নিয়ে বেশ কয়েকটা বসার জায়গা বানিয়ে দিয়েছে। এই
অঞ্চলের বয়স্করা কিছুটা হলেও ভাগ্যবান। বাড়িতেই যেখানে অনেকে বাতিলের খাতায়
চলে গেছেন, সেখানে সমাজ যে তাঁদের বাতিল করেনি এই মানসিক শান্তিটুকু
অন্ততঃ এই পাকের্তে এলে তাঁরা পান। অনেক শহরতলীতে তো বৃদ্ধদের গল্প করার
জন্য রেলের প্ল্যাটফর্ম ভরসা। তাও যদি কাছাকাছি কোন রেল স্টেশন থাকে তবে।
সকাল আর বিকেলে পাকর্টা ভরে যায়। প্রাতঃ ভ্রমণ আর সান্ধ্য ভ্রমণের শেষে বেশ
কিছুটা সময় বয়স্করা এখানে গল্প গুজব করে কাটান। এ এক নেশার মত। শরীর খুব
খারাপ না হলে কামাই নেই। বেঞ্চে বসার জায়গা না পেলে ক্ষতি নেই, সঙ্গে খবরের
কাগজ বা পলিথিন থাকে। মাটিতেই আসর বসে। তবে নিত্য যারা আসেন তাঁদের দল
থাকে ফলে জায়গা পেতে অসুবিধে হয় না। মজলিসে মাঝে মাঝে যোগ হয় নতুন মুখ।
আবার কিছু চেনা মুখ হঠাৎই হারিয়ে যায়, আর কখনো ফিরে আসে না। তাসখেলা, গল্প,
রাজনীতি, খেলাধূলা অথবা অন্য কোন বিষয়ে আলোচনা, বাদানুবাদ, সব মিলিয়ে ওই
সময় এলাকাটা সরগরম থাকে। সকালের থেকে সন্ধ্যের আসরটা জমে বেশি। তবে
মেলামেশা কিন্তু অবাধ নয়। শিক্ষা, বিত্ত, সামাজিক স্ট্যাটাস ইত্যাদির
ভিত্তিতে নানা দলে ভাগ হয়ে সব আড্ডা মারেন, যদিও এর ব্যতিক্রমও কিছু থাকে।