Submitted by administrator on Sat, 08/23/2008 - 19:00.
টরন্টো সহ উত্তর আমেরিকার একমাত্র বাঙালি মহিলা গীতিকার, সুরকার ও বিশিষ্ট স্বর্ণকণ্ঠী সঙ্গীতশিল্পী শ্রীমতী যুথিকা বড়ুয়া। জন্ম, শিক্ষা-দীক্ষা এবং বেড়ে ওঠা কলকাতার বাটানগর শহরে। ন’বছর বয়সে বিশ্বভারতী সঙ্গীত বিশারদের পন্ডিত কানাইলাল অধিকারীর কাছে সঙ্গীত বিদ্যায় প্রথম হাতে খড়ি এবং উচ্চাঙ্গসঙ্গীতের মাধ্যমেই সঙ্গীত জগতে প্রথম যাত্রা শুরু করেন ১৯৭৩ সালে। তার পাশাপাশি রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি এবং ভজন সঙ্গীতের তালিম নিয়েছেন পন্ডিত রামচন্দ্র ঘোষালের কাছে। তৎকালীন যিনি কোলকাতার বেতার শিল্পী ও একজন বিশিষ্ট সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত ছিলেন।