"Tumi Ashbe Ki" is a Bengali poem (Bangla Kobita) by Santwana Chatterjee
in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine
section. You can send your creative writing to submissions@washingtonbanglaradio.com for consideration towards publication.
তুমি আসবে কি
সান্ত্বনা চট্টোপাধ্যায়
তখন ঝড়ের শেষে খর কুটো হলুদ পাতারা
বিছানা পেতেছে-
ছড়িয়ে রয়েছে লাল কৃষ্ণচূড়ারা –
ধুলোয় ঢেকেছে চোখ দুটো –
এক ফোঁটা জলের জন্য তৃষ্ণার্ত
গাছের মত আমিও দাঁড়িয়ে রাজ পথে ।
তুমি আসবে কি আসবেনা -
হলুদ বসনা আমি তীর্থের কাক ।
সেদিন বয়স ছিল কুড়ি ।।
অনেক দশক পাড় করে –
বর্ষার ঘনঘটা – জলে ভেজা রাতে
জানালার গ্রিল ধরে চোখ পেতে রাখি –
অন্ধকারের পথ পাড় করে দিতে-
তুমি আসবে কি!
Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.